১. মসজিদে প্রবেশের দোয়া: বিসমিল্লাহি ওয়াস্সালাতু ওয়াস্সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মাফতাহ্লী আবওয়াবা রাহ্মাতিক।

২. মসজিদ থেকে বের হওয়ার দোয়া: বিসমিল্লাহি ওয়াস্সালাতু ওয়াস্সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদ্লিক।

৩. খানা শুরুর দোয়া: বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।

৪. খানা শেষের দোয়া: আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাক্বানা ওয়া জায়ালানা মিনাল মুসলিমীন।

৫. মেহমানের খানা শেষের দোয়া: আল্লাহুম্মা আতয়িম্মান আতয়ামানি ওয়াসক্বিমান ছাক্বানি।

৬. ইস্তেন্জার আগের দোয়া: আল্লাহুম্মা ইন্নি আয়ুজুবিকা মিনাল খুব্ছি ওয়াল খাবাইছ।

৭. ইস্তেন্জার পরের দোয়া: গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া য়াফানি।

৮. ঘুমের আগের দোয়া: আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহ্ইয়া।

৯. ঘুম থেকে উঠার পরের দোয়া: আলহামদুলিল্লাহিল্লাজি আহ্ইয়ানা বা’য়াদা মা আমাতানা ওয়া ইলাইহিন্নূশুর।

১০. যানবাহনের দোয়া: যে কোন যানবাহনে উঠার সময় প্রথমে ডান পা রেখে বিস্মিল্লাহ্ পুরা পাঠ করবে। তারপর তিনবার “আলহামদুলিল্লাহ্” তিনবার “আল্লাহুআকবার” বলে নিম্নোক্ত দোয়া পাঠ করবে।

“সুবহানাল্লাজী ছাখ্খারলানা হাজা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুন ক্বলিবুন।

অত:পর তিনবার “সুবহানাল্লাহ” বলে নিম্নলিখিত দোয়া পাঠ করে আকাশের দিকে তাকিয়ে মুচুকি হাসি দিবে।

“সুবহানাকা ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা।

১২. বাজারের দোয়া: লা-ইলাহা-ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহ্ই ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়্যুল্লা ইয়ামুতু বিইয়াদিহিল খাইর ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদির।

১৩. সফর অবস্থায় পড়ার দোয়া: আল্লাহুম্মা আনতাচ্ছাহিবু ফিচ্ছফরি ওয়াল খলিফাতু ফিল আহ্লি আল্লাহুম্মাছ হাবনা ফিচ্ছফরি ওয়াখ লুফনা ফি আহলি।

১৪. মজলিশ শেষের দোয়া: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা -ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।

১৫. পাঁচ ওয়াক্ত নামাযের পর পড়ার দোয়া: আল্লাহুম্মা আয়িন্না আলা জিকরিকা ওয়া শোকরিকা ওয়া হুসনি এবাদাতিক।

১৬. সকাল সন্ধ্যায় পড়ার দোয়া: আল্লাহুম্মা আজিরনি মিনান্নার।(ফজর ও মাগরিবে ৭ বার করে)

১৭. ফজরের পর তিনবার: সুবহানাল্লাহিল আযিম ওয়া বিহামদিহী।(অন্ধত্ব, প্যারালাইসিস, কুষ্ঠ ও পাগল থেকে হেফাজতে থাকবে)

১৮. ফজরের পর ১০ বার পড়লে সারাদিন শয়তানের ধোকা থেকে হেফাজতে থাকবে।“আ’য়ুজুবিল্লাহি মিনাশ্যাইত্বনির রাযিম”

১৯. শুক্রবার আছরের পরে এই দরূদ ৮০ বার পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়।

“আল্লাহুম্মা সাল্লিআলা সায়্যিদিনা মুহম্মাদিনীন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।”

২০. হালাল রিযিকের জন্য সকাল সন্ধ্যায় পড়ার দোয়া: আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বিফাদলিক আম্মান ছিওয়াক।

২১.ঘড় থেকে বের হওয়ার দোয়া: বিসমিল্লাহি তাওয়াক্বালতু আলাল্লাহ্।

২২.ঘড় থেকে বাহির হওয়ার দোয়া: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলিজি ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রব্বুনা তাওয়াক্বালনা।

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
সত্যের পথে ইসলাম © 2017. All Rights Reserved. Desing By MysoftBD. Powered by Blogger
Top